Home জাতীয় বাংলা ভাষার মানুষ যতদিন আছে ততদিন বই মেলা হবে–উপমন্ত্রী নাহার

বাংলা ভাষার মানুষ যতদিন আছে ততদিন বই মেলা হবে–উপমন্ত্রী নাহার

62

মোংলা থেকে মো. নূর আলমঃ বাংলা ভাষার মানুষ যতদিন আছে ততদিন বই মেলার আয়োজন হবে। পৃথিবীর অন্যকোন দেশের মানুষ মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দেয় নাই। মাতৃভাষাকে সমুন্নত রাখতে আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার আন্দোলন হলো নিজেদের অধিকার আদায়ের আন্দোলন। যে জাতি শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে যত সমৃদ্ধ সেই জাতি ততবেশি উন্নত। ২০ ফেব্রুয়ারি রবিবার বিকেলে মোংলার পৌর শহীদ মিনার চত্বরে মোংলা পোর্ট পৌরসভা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
রবিবার বিকেল সাড়ে ৪টায় বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেন হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর মো. কবির হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, কবি আফরোজা হীরা, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম রানা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি আরো বলেন ভাষা আন্দোলনসহ সকল আন্দোলনের প্রাণ-পুরুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একুশে ফেব্রুয়ারি বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়েছে বাঙ্গালীরা রক্ত দিতে জানে। তিনি আরো বলেন লাইব্রেরী প্রগতিশীল চিন্তা-চেতনার উন্মেষ ঘঠিয়ে থাকে। সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করতে লাইব্রেরী অবদান রাখতে পারে। আলোচনা সভার আগে শুরুতেই প্রধান অতিথি গাঁদা ফুলের মালা কেটে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি বই মেলার স্টল ঘুরে দ্যাখেন। উল্লেখ্য তিনদিন ব্যাপী বই মেলায় অর্ধশতাধিক স্টল রয়েছে। বই মেলা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এদিকে একুশের প্রথম প্রহরে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি মোংলার কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় ভাষা শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।