Home সাহিত্য ও বিনোদন বাংলা নাটকের এক আলোকবর্তিকা ছিলেন নাট্যাচার্য সেলিম আল দীন

বাংলা নাটকের এক আলোকবর্তিকা ছিলেন নাট্যাচার্য সেলিম আল দীন

29

সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীন আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য কি এবং নাটকের ফর্মটা কি রকম এই বিষয়গুলি দেখিয়ে গেছেন। তিনি আমাদের বাংলা নাটকের এক আলোকবর্তিকা এবং প্রাণপুরুষ ছিলেন। তাকে নিয়ে আমাদের আরও বড় আয়োজন থাকা উচিত। সেলিম আল দীনের প্রয়াণ দিবসের আলোচনা সভায় জামালপুরের বিশিষ্ট নাট্যজন এবং নাট্যনীড়ের আজীবন অধিকর্তা বিভাষ বিষ্ণু চৌধুরী কথাগুলি বলছিলেন।

জামালপুর শিল্পকলা একাডেমিতে নাট্যনীড়ের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস পালন করে নাট্যনীড়,জামালপুর।

রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় অধ্যাপক আবুল হাসনাত তালুকদারের সভাপতিত্বে এই আয়োজনে আলোচনা করেন জামালপুরের বিশিষ্ট নাট্যজন বিভাষ বিষ্ণু চৌধুরী, নাট্যনীড়ের সহ-সভাপতি সাংবাদিক সুমন আদিত্য এবং সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক সাগর মূখার্জী।

অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জামালপুরের বিশিষ্ট যাত্রাশিল্পী মিজানুর রহমান মিজানের মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন সংগঠনের সকলে।

নাট্যাচার্য সেলিম আল দীনের সংক্ষিপ্ত জীবনীপাঠ করেন সাংগঠনিক সম্পাদক রায়হান আলী খান।