Home জাতীয় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভা

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভা

46

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক শুক্রবার সকালে ইস্কাটন গার্ডেন হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. মতিউর রহমান মোল্লা।
সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে সরকারী -বেসরকারি বৈষম্য দূরীকরণসহ সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. বিলাল হোসেন, মো. কামরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তমাল তরুন দাশ, কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে, মোজাম্মেল হোসেন ঢালী, এস এম সুমন, পার্থ সারথী নাথ, বাদল বিশ্বাস , নুরে আলম বিপ্লব, রাজিয়া সুলতানা, জবাইদুর রহমান, জয়দেব চন্দ্র রায়, সুপন চাকমা, মো. মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা, শিক্ষাকে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারায় এনে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, সামাজিক মর্যাদা, অসাম্প্রদায়িক যুগোপযোগী শিক্ষানীতির বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করেন।
সভা হতে সর্বসম্মতিক্রমে বিশ্ব শিক্ষক দিবসকে ঘিরে সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে সারা দেশে ৭ দিনের মধ্যে জেলা উপজেলায় ইউএনও/ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ ও দাবি বাস্তবায়ন না হলে ডিসেম্বরে ঢাকায় মানববন্ধনের মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়া অবসর ভাতা, কল্যানট্রাস্টের টাকা দ্রুত পরিশোধ ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, ঈদ বোনাস প্রদান করার জোর দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।