Home রাজনীতি বাংলাদেশ টীকা দানে সব চেয়ে পিছিয়ে আছে–বিএনপি

বাংলাদেশ টীকা দানে সব চেয়ে পিছিয়ে আছে–বিএনপি

35

সুব্রত সানা: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে বাংলাদেশ অন্যান্য দেশ গুলোর মধ্যে টীকা দানে সব চেয়ে পিছিয়ে আছে। এখন পর্যন্ত মাত্র ১/৮ ভাগ মানুষ এখন পর্যন্ত টীকা পেয়েছেন। ৮০% মানুষকে টীকার আওতায় আনতে প্রায় ২৬ কোটি টীকার প্রয়োজন। আরো শতকরা ৮০ জন মানুষকে টীকা প্রদান করতে হবে। তিনি আজ দলের স্থায়ী কমিটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অবিলম্বে প্রয়োজনীয় টীকা সংগ্রহের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ।

গত ৩০ অক্টোবর রাত ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত সভায় নলা হয়, সনাতন ধর্মালম্বীদের দূর্গাৎসব সরকারী দল আওয়ামী লীগ ও প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে সারা দেশে সহিংসতা সৃষ্টি, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতন অব্যাহত রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই সব ঘটনা গুলোকে কেন্দ্র করে প্রায় ২২টি জেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ প্রায় ১২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রায় ২০০ নেতা-কর্মী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।