Home সাহিত্য ও বিনোদন পশুপাখির কল্যাণে নিজেকে যুক্ত রাখাটা মানুষ হিসেবে আমার দায়।

পশুপাখির কল্যাণে নিজেকে যুক্ত রাখাটা মানুষ হিসেবে আমার দায়।

27

ডেস্ক রিপোর্ট: প্রাণী অর্থাৎ পশুপাখির কল্যাণে নিজেকে যুক্ত রাখাটা এই সমাজের একজন স্বাভাবিক মানুষ হিসেবে আমার দায়। সেই দায় এবং ভালবাসা থেকেই Pranicool Animal Wellness Center এর শুভ সূচনায় আমন্ত্রণ পেয়ে দ্বিধা করিনি এক মুহূর্ত। দেশে নিশ্চই প্রাণীদের জন্য আরও অনেক এমন সেবা প্রতিষ্ঠান গড়ে উঠবে। কিন্তু প্রাণীCool এর পেছনে রয়েছে প্রাণী অধিকার নিয়ে কাজ করা কয়েকজন প্রাণিপ্রেমী। এটিই আমার কাছে বেশি গুরুত্ব পেয়েছে। অর্থাৎ এই মানুষগুলো প্রাণিপ্রেমীদের কথা যেমন মাথায় রাখবেন, তেমনি প্রাণীদের জন্য সাধ্যমতো ভাল কিছু দেবার চেষ্টা করবেন। এই বিশ্বাস আমার রয়েছে কারণ তারা আমার প্রাণী অধিকার আন্দোলনের সহযোদ্ধা। চিত্র নায়িকা জয়া আহসান আজ একটি কুকুর কোলে নিয়ে কয়েকটি ছবি পোষ্ট করে কথাগুলো লিখেছেন।

তার ফেইসবুক পেজে আরও বলেন, প্রাণীCool এনিমেল ওয়েলনেস সেন্টার প্রাণীদের প্রাথমিক চিকিৎসা সেবা, নানা ধরণের সার্জারি, ডায়াগ্নোস্টিক, ইন পেশেন্ট সুবিধা, গ্রুমিং, টেলিমেডিসিন থেকে শুরু করে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সেবা ও প্রাণী পরিবহনের কাজও করবে।
এই শহরটা প্রাণীদের জন্য Cool হয়ে উঠুক আমাদের সবার ভালবাসায়।