ডেস্ক রিপোর্ট: ভূমিকম্পে পর্যুদস্ত তুরস্কে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে তীব্র শীতে রাত কাটাচ্ছেন। এ অবস্থায় জরুরি সহায়তা হিসেবে দেশটি বাংলাদেশের কাছে ১০ হাজার তাঁবু চেয়েছে।

গতকাল বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম সন্ধ্যায় বলেন, আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আজ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সহায়তা চেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের পরপরই বাংলাদেশ তুরস্কে দুই হাজার তাঁবু, কয়েক হাজার কম্বল, শুকনা খাবার, ওষুধ, মেডিকেল টিমসহ ৬১ সদস্যের উদ্ধারকারী দল পাঠিয়েছে। নতুন করে আজ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে আরও ১০ হাজার তাঁবু চাওয়ার পর বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে অবহিত করা হয়েছে।
প্রথমআলো