Home রাজনীতি বাংলাদেশকেও শ্রীলংকার ভাগ্য বরণ করতে হবে

বাংলাদেশকেও শ্রীলংকার ভাগ্য বরণ করতে হবে

32

ডেস্ক রিপোর্ট: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য আবু হাসান টিপু বলেছেন, সরকার প্রতিবারের মতোই তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে স¤পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, ইতোমধ্যে দেশজুড়ে দূভিক্ষের সংকা তৈরী হলেও সরকার নিজ দলীয় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি। ফলে যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদের সিন্ডিকেটগুলোর লোভের কারণে আজকে প্রত্যেকটি জিনিসের মূল্য আকাশচুম্বি হয়ে গেছে।

এই পরিস্থিতি বদলাতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো ছাড়া জনগনের সামনে অণ্য কোন বিকল্প নেই। এখনই যদি এই অনির্বাচিত সরকারকে পদত্যাগে বাধ্য করা না যায় তাহলে বাংলাদেশকেও শ্রীলংকার ভাগ্য বরণ করতে হবে।

২০ মে শুক্রবার বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।

বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা সহিদুল আলম নাননুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগম, শ্রমিকনেতা মোক্তার হোসেন, রোকসানা বেগম, আইয়ুব আলী, সুরুজ আলী মাতুব্বর, রিয়াজ আহমেদ, দুলাল মিয়া প্রমূখ।