Home শিক্ষা ও ক্যাম্পাস বশেমুরবিপ্রবিতে রিসার্চ এন্ড হায়ার স্টাডিজ সোসাইটির নেতৃত্বে আকিব-রিফাত

বশেমুরবিপ্রবিতে রিসার্চ এন্ড হায়ার স্টাডিজ সোসাইটির নেতৃত্বে আকিব-রিফাত

113

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) গবেষণা ও উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতার প্রত্যয় নিয়ে রিসার্চ এন্ড হায়ার স্টাডিজ সোসাইটির (BSMRSTU Research and Higher Studies Society) কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে আকিব আদনান সাফিনকে এবং রিফাত ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (৩১ মে) বিকেল উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত স্মারকে একটি কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভপতি হিসেবে আসিফুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ ফাহাদুজ্জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হাসান, হেড অফ রিসার্চ অ্যান্ড কনট্যাক্ট ডেভেলপমেন্ট নাজমুল হাসান, কো-হেড অফ রিসার্চ অ্যান্ড কনট্যাক্ট ডেভেলপমেন্ট রাকিবুল ইসলাম, হেড অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজাইন আহমেদ আবির, কো-হেড অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ডিজাইন ওমর শরীফ, হেড অফ অপারেশন জার্জিস আহমেদ, কো-হেড অফ অপারেশন সাইফ হোসেন, হেড অফ এভেন্ট ম্যানেজমেন্ট আসান উল্লাহ, কো-হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট লামিয়া ইসলাম, হেড অফ প্রমোশন এন্ড মিডিয়া তানভির হাসান অপু, কো-হেড অফ প্রমোশন এন্ড মিডিয়া সোয়াদ খানসহ আরও ৪৩ জনকে কার্যনির্বাহী সদস্য ঘোষণা করা হয়েছে।

ক্লাবের উপদেষ্টা হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য এবং উক্ত কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মোঃ শরাফত আলী, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মোঃ কামরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. মোঃ মতিউর রহমান, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোঃ রাজিব হোসেন, গণিত বিভাগের শিক্ষক ড. দীপঙ্কর কুমার, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষক ড. মোঃ শামছুল আরেফিন।

সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি আকিব আদনান শাফিন বলেন, ক্যাম্পাসে এরকম একটি সংগঠন চালু করতে পেরে আমরা সত্যিই আনন্দিত, ক্যাম্পাসের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় এই সংগঠন যথাযথভাবে ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

সাধারণ সম্পাদক রিফাত ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম সংগঠন এই প্রথম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা এবং গবেষণায় আগ্রহ জাগিয়ে তোলার জন্য এবং উচ্চশিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথেষ্ট সহযোগিতা করার লক্ষ্যেই আমাদের এই সংগঠনের যাত্রা।