Home জাতীয় “বশেমুরবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত”

“বশেমুরবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত”

27

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার (১০ জানুয়ারি) বেলা ১২ টায় টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় বশেমুরবিপ্রবি উপাচার্য ড একিউএম মাহবুব এর নেতৃত্বে অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে ৯ ও ১০ জানুয়ারি দুই দিনব্যাপী বশেমুরবিপ্রবি’র প্রশাসনিক ও একাডেমির ভবনসহ পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

এছাড়াও ১১ জানুয়ারি সকাল ১১ টায় একাডেমিক ভবনের ৫০১ নাম্বার রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।