Home জাতীয় “বশেমুরবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় ও সমকালীন বুদ্ধিজীবীতা নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত”

“বশেমুরবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় ও সমকালীন বুদ্ধিজীবীতা নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত”

64

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অধ্যয়ন কেন্দ্র কতৃক আয়োজিত লেকচার সিরিজের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে একটি বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়ায় এবং সমকালীন বুদ্ধিজীবীতা নিয়ে শীর্ষক শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আরেফীন। এছাড়া অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক মজনুর রশিদ।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও প্রশ্ন উত্তর পর্বে সমকালীন শিক্ষা সংকট ও উত্তোলনের উপায়, ছাত্র-শিক্ষক সম্পর্ক, বিশ্ববিদ্যালয়ের কাজ, রাষ্ট্রের কাছে নাগরিকের দায়বদ্ধতা, সমাজ ও রাষ্ট্রের দায় এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চায় বুদ্ধিজীবীদের ভূমিকা ছাড়াও বৈশ্বিক নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।