Home জাতীয় বরিশালে গৃহবধূ সাথীর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি

বরিশালে গৃহবধূ সাথীর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি

47

ডেস্ক রিপোর্ট: বরিশালে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কর্মী ও গৃহবধূ মোর্শেদা আক্তার সাথীকে তার ননদসহ কয়েকজন মিলে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় গত ২৩ সেপ্টেম্বর । তিনি গতকাল ৩০ সেপ্টেম্বর ঢাকার শেখ হাসিনা বার্ণইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেল ৪.৩০ টায় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা নগর শাখার সংগঠক লাবনী আক্তার। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ ঢাকা নগর শাখার সদস্য সচিব কমরেড জুলফিকার আলী, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক ডা: মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তা বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য অদিতি ইসলাম। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা।