Home জাতীয় বঙ্গবন্ধু রাষ্ট্র দিয়েছেন বলেই আমরা কর্মকর্তা কর্মচারী হতে পেরেছি–বরিশাল জেলা প্রশাসক

বঙ্গবন্ধু রাষ্ট্র দিয়েছেন বলেই আমরা কর্মকর্তা কর্মচারী হতে পেরেছি–বরিশাল জেলা প্রশাসক

40

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার বলেন, রাষ্ট্রকে যদি ভাল না বাসেন তাহলে কোন ধর্ম কর্ম থাকে না। বঙ্গবন্ধু রাষ্ট্র দিয়েছেন বলেই আমরা কর্মকর্তা কর্মচারী হতে পেরেছি। ১৪টি বছর বঙ্গবন্ধু কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার সুফল আমরা পদ্মা সেতু, পায়রা বন্দর, মেষ্ট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটালাইটসহ আরো বহু উন্নয়ন থেকে পাচ্ছি ও পেতে যাচ্ছি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সোমবার (১৩ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন প্রমুখ। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নে উদ্দেশ্যে ব্যাপক আলোকপাত করেন অতিথিরা। কর্মশালায় পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ তুলে ধরেন।