Home জাতীয় বঙ্গবন্ধু কন্যার সরকারের মত নারীদের কেউ এত সেবা দেয়নি–শাহে আলম এমপি

বঙ্গবন্ধু কন্যার সরকারের মত নারীদের কেউ এত সেবা দেয়নি–শাহে আলম এমপি

41

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বানারীপাড়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বতর্মান সরকার নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইতোপূর্বে কোনো সরকার নারীদের এ সেবা দেয়নি। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় প্রত্যেকে ৮ শত টাকা করে ৩ বছর পযর্ন্ত পাবে। তিনি নারীদের উদ্দেশ্য করে বলেন, শিশুদের প্রতি যত্নবান হবেন এরাই হবে ভবিষ্যতের উজ্জ্বল কর্ণধার। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আমিনা রহমান টুসি প্রমুখ। এ ছাড়াও অন্যান্য দপ্তরের কর্মকর্তা, কর্মজীবী ল্যাকটেটিং মা ও শিশুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৪৫০ জন মা ও শিশুর মাঝে স্বাস্থ্য সেবা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়।