Home জাতীয় বঙ্গবন্ধুর কটুক্তিকারীর শাস্তির দাবীতে সিনিয়র সাংবাদিক টুটুল হুমায়ুনের মানববন্ধন

বঙ্গবন্ধুর কটুক্তিকারীর শাস্তির দাবীতে সিনিয়র সাংবাদিক টুটুল হুমায়ুনের মানববন্ধন

138

একেএম সীমান্তঃ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সহ সভাপতি সোহেল রানা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় তীব্র প্রতিবাদ জানিয়ে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সোমবার সকাল সাড়ে ১১টাশ এক মানববন্ধন করেছেন সিনিয়র সাংবাদিক টুটুল হুমায়ূন। সাংবাদিক সহ দেশবাসীর উদ্দেশ্যে মানববন্ধনে তিনি বলেন, রিহ্যাব এর সহসভাপতি প্রতারক সোহেল রানা এত কুকর্মের পরও সংগঠন কেনো নিশ্চুপ। গত ১৭ জানুয়ারি ২০২২ ইং সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। তা দেখে আমরা খুবই মর্মাহত। রিহ্যাব ঐ সংবাদ প্রকাশের পর একটি তদন্ত কমিটি গঠন করেছিল। রিহ্যাবের ১০ম বোর্ড সভায় এই বিষয়ে আলোচনাও হয়েছিল। দৈনিক ইত্তেফাকের সংবাদ অনুযায়ী কমিটির তদন্ত রিপোর্টে বঙ্গবন্ধুকে কটূক্তির সত্যতা পাওয়া গেলেও রিহ্যাব সভাপতি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। সোহেলের সাথে যোগসাজশ করে তিনি এই সোহেল রানাকে শাস্তি প্রদান করেননি। সাংবাদিক হিসেবে বিভিন্ন সময় টুটুল হুমায়ুন এ বিষয়ে রিহ্যাব সভাপতিকে অবগত করলেও তিনি কৌশলে তা এড়িয়ে যান। বর্তমানে শোকের মাস আগস্ট চলছে। এই শোকের মাসেও কেন রিহ্যাব সভাপতি এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেনা তাতে দেশবাসীর সাথে বিস্মিত সিনিয়র সাংবাদিক টুঢুল হুমায়ুন। তাঁর প্রশ্ন রিহ্যাব সভাপতি কি বঙ্গবন্ধুকে ভালোবাসেন না। বঙ্গবন্ধু এ দেশের আপামর মানুষের জাতির পিতা। তাঁকে কটূক্তি করবে আর তিনি তার বিচার করবেন না- এটা মেনে নেওয়া যায় না। আমরা বঙ্গবন্ধুকে কটূক্তিকারী প্রতারক সোহেল রানার সর্বাচ্চ শাস্তি দাবি করি।