Home রাজনীতি বঙ্গবন্ধুকে ব্র্যাকেটবন্দী করে রাখার চেষ্টা করা হয় : সংসদে বাবলা

বঙ্গবন্ধুকে ব্র্যাকেটবন্দী করে রাখার চেষ্টা করা হয় : সংসদে বাবলা

25

স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে ব্র্যাকেটবন্দী করে রাখার চেষ্টা করা হয়। বঙ্গবন্ধু শুধু  নিদিষ্ট একটি দলের নেতাকর্মীদের পিতা নয়, তিনি সমগ্র জাতির পিতা। তাই তাকে কেউ যাতে দলীয় ব্যানারে আবদ্ব করে রাখতে না পারে  সে জন্য জাতির পিতার কন্যাদ্বয়কে তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এই সময় সভাপতিত্ব করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

বাবলা বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি সাড়ে সাত কোটি বাঙ্গালীর জীবনে অন্যান্য সাধারণ দিনের মতো কোনো দিন ছিলো না।  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতনের কারনে এ দিনটি ছিলো অভুতপূর্ব তৃপ্তি আর প্রশান্তির দিন। দিনটি ছিলো সাড়ে সাত কোটি বাঙ্গালীর পনের কোটি নয়নের আনন্দ অশ্রুর দিন, বাঙ্গালীর পূরিপূর্ণ বিজয়ের স্বাদ  গ্রহণের দিন।

তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে শর্তহীন সমর্থন দিয়েছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। কারণ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যেমন বঙ্গবন্ধুকে জাতির পিতার মযার্দা দিয়ে রাষ্ট্রনায়ক হিসেবে সর্বপ্রথম বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ঠিক তেমনি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ বিশ্বাস করতেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবেন।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি সেই আস্থা আর বিশ্বাস রেখে দীর্ঘবছর ধরে দেশে সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন-অগ্রগতি,সমৃদ্ধিশালী  বাংলাদেশ বিনির্মানের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য-প্রগতির অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্বের পক্ষের  রাজনৈতিক শক্তির সঙ্গে কৌশল গত ঐক্য করে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি।

আবু হোসেন বাবলা বলেন, আমার নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেখানো পথ ধরেই ও জাতীয় পার্টির সকল সদস্যরা জাতির পিতার প্রতি সব সময় সম্মান, শ্রদ্ধা এবং মর্যাদা দিয়ে যাচ্ছেন।