Home জাতীয় বগুড়ার শেরপুরে আদিবাসী পল্লীতে হামলাকারী ভূমিদস্যুদের গ্রেফতার ও বিচার দাবি

বগুড়ার শেরপুরে আদিবাসী পল্লীতে হামলাকারী ভূমিদস্যুদের গ্রেফতার ও বিচার দাবি

53

স্টাফ রিপোটার: সমতলের আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত, আদিবাসীদের জানমাল নিরাপত্তা, বসতভিটা, কৃষিজমি রক্বষা, বগুড়ার শেরপুরে ভূমিদস্যুদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদিবাসী সংগঠনসমূহ জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জনউদ্যোগ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যোগে আজ ১৩ জানুয়ারি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজুু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে উপরোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়।
লেখক ও আদিবাসী নেতা রাখী ম্রং এর সভাপতিত্বে আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিংহের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডা. দিবালোক সিংহ, আদিবাসী নেতা বিভূতিভূষণ মাহাতো, বিষুরাম মূর্মূ , স্বপন কর্নী দাশ প্রমুখ

সমাবেশে সংহতি বক্তব্য রাখেন সিপিবি নেতা মিহির ঘোষ, আসলাম খান, তারিক হোসেন মিঠুল, মাজাহারুল ইসলাম, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা দীপক শীল প্রমুখ।