Home রাজনীতি বই প্রত্যাহারের ঘটনা ধর্মবাদি রাজনীতির কাছে সরকারের আত্মসমর্পন

বই প্রত্যাহারের ঘটনা ধর্মবাদি রাজনীতির কাছে সরকারের আত্মসমর্পন

48

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো আজ এক বিবৃতিতে নতুন শিক্ষাক্রম অনুসরণে বিতরণ করা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর দুটি বই প্রত্যাহার করার ঘটনাকে ধর্মবাদি রাজনীতির কাছে সরকারের আত্মসমর্পন বলে অবহিত করেছে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, জামাত ইসলামসহ বিভিন্ন ধর্মবাদি দল ও ব্যক্তিরা খুবই পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ও পাঠ্য বইয়ের উপরে দীর্ঘ দিন আক্রমণ চালিয়ে আসছে। এর আগেও ২০১৭ সালে হেফাজত ইসলামের দাবির প্রেক্ষিতে পাঠ্য বইয়ে সাম্প্রদায়িক পরিবর্তন সাধন করা হয়। এবারে জামাতসহ ধর্মবাদি দল সমূহের এই চক্রান্তের সাথে বিএনপিও যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে ভিপি নূরের গণ অধিকার পরিষদ সহ বিএনপির সাম্প্রতিক আন্দোলনের সহযোগিরা। দূর্ভাগ্যজনক যে এ নিয়ে দেশের গণতান্ত্রিক প্রগতিশীল, বুদ্ধিজীবি, সাংস্কৃতিক সংগঠন এবং বিশেষ করে ছাত্র সংগঠন সমূহ দু-একটি ব্যতিক্রম বাদে, সবাই নিশ্চুপ। এমনিতেই সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মবাদিদের আক্রমণ দেশের প্রগতি অগ্রগতির ক্ষেত্রে এক নিদারুন স্থবিরতার সৃষ্টি করেছে। এখন শিক্ষা ক্ষেত্রও ক্রমশ তাদের অধীন চলে যাচ্ছে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে এ বিয়য়ে শিক্ষা মন্ত্রী, এনসিটিবি ও শিক্ষা কর্তৃপক্ষের যথাযথ ব্যাখা দাবি করা হয়। বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি সকল গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে এহেন হীন চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।