Home জাতীয় ফুলতলা হাসপাতালে করোনা সন্দেহে আরও একজনের মৃত্যু, জনমনে আতঙ্ক

ফুলতলা হাসপাতালে করোনা সন্দেহে আরও একজনের মৃত্যু, জনমনে আতঙ্ক

107

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু ঘটেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা জানান, বুধবার বেলা ১ টায় আলমগীর চুকদার (৩৯) নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। সে যশোর জেলার অভয়নগর উপজেলার আবজাল চুকদারের পুত্র। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খলিল মোড়লের সাথে কথা বললে তিনি জানান, আলমগীর চুকদার গত মঙ্গলবার ভোর ৪ টায় করোনা লÿণ নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। মৃত্যুর পর ফুলতলা উপজেলার দামোদর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে লাশের গোসল পূর্বক ডাবুর মাঠ কবরস্থানে দাফনের চেষ্টা করলে এলাকাবাসীর চাপে মুখে দাফন করতে ব্যর্থ হয়ে তার স্বজনেরা লাশ অভয়নগর নিয়ে যায়। উলেøখ্য, গত ১১ জুন থেকে ফুলতলা উপজেলায় করোনা সংক্রামণ প্রতিরোধে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়। এ বিধি নিষেধ ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। নির্ধারিত সময়ের পরেও খোলা থাকে অধিকাংশ দোকানপাট। পথচারী, ক্রেতা, বিক্রেতা, পরিবহনের যাত্রী ও শ্রমিকদের মাস্ক ছাড়া চলাচল করতে দেখা যায়। পুণঃরায় সভা করে বিধি নিষেধ আরোপ করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হবে বলে জানা যায়। বিধি নিষেধ আরোপের ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর নজরদারী প্রয়োজন বলে মনে করেন এলাকার সুধীজনেরা।