Home জাতীয় ফুলতলায় স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা

ফুলতলায় স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা

30

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা বৃহঃস্পতিবার বেলা ২ টায় ফুলতলা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা খুলনার বিভাগীয় পরিচালক মোঃ হাবিবুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিএইচ সার্ভিসের পরিচালক এবং লাইন ডাইরেক্টর ডা. মোঃ মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ পরিচালক জাহাঙ্গীর আলম প্রধান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর খুলনার এডিসিসি ডা. শামসুল আহসান, এডিএফসি খুলনা মোঃ রাশেদুল বশির, পরিবার পরিকল্পনা খুলনার উপ-পরিচালক মোঃ আনোয়ারুল আজিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউএফপিও মোঃ কনক রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, শিশু কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান, মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু মুছা, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।