Home জাতীয় ফুলতলায় শুক্রবার থেকে সাত দিনের কঠোর বিধি নিষেধ

ফুলতলায় শুক্রবার থেকে সাত দিনের কঠোর বিধি নিষেধ

60

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড- ১৯) মহামারীর প্রাদূর্ভাব মোকাবেলায় ফুলতলা উপজেলায় আজ শুক্রবার থেকে আগামী ৭ দিনের জন্য কঠোর বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহঃস্পতিবার সকাল ১১ টায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ভেটনারী সার্জন ডা. মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার ও মাওঃ সাইফুল হাসান প্রমুখ। উপজেলার সকল কাঁচা বাজার, মাছ বাজার, মুদি দোকান, সেলুন ও চায়ের দোকান সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে জরুরী সেবা ও জীবন রক্ষাকারী ঔষধ, খাদ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান এর আওতমুক্ত থাকবে। এছাড়া অন্যান্য সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অযথা বাইরে ঘোরাঘুরি করা যাবে না এবং একসঙ্গে ৪ জনের বেশি লোকের জমায়েত করা যাবে না। মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা আক্রান্ত হওয়ার মত কোন লক্ষণ দেখা দিলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা টেস্ট করাতে হবে এবং পজেটিভ হলে হোম কোয়ারেন্টাইনে থেকে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।