Home সারাদেশ ফুলতলায় দূর্বৃত্তের গুলিতে নিহত মিলন

ফুলতলায় দূর্বৃত্তের গুলিতে নিহত মিলন

26

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা বাজারের অদূরে আলকা আইডিয়াল স্কুল মোড়ে মোঃ মিলন ফকির (৪৮) নামের এক ব্যক্তিকে আনুমানিক সকাল ৮ টায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। নিহত মিলন ফকির নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের আব্দুল ওহাব ফকিরের পুত্র। তবে বর্তমানে ফুলতলার আলকা গ্রামে বাড়ি করে বসবাস করছেন। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার আনুমানিক সকাল ৮ টায় ফুলতলা বাজারের অদূরে আলকা আইডিয়াল স্কুল মোড়ে মা টেলিকম এন্ড কনফেশনারীর সামনে একটি মটরসাইকেল সহযোগে ২/৩ জন দূর্বৃত্ত এসে মিলনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় তার গায়ে গুলি লাগলে দোকানের মধ্যে গিয়ে আত্মগোপনের চেষ্টা করলে সেখানে গিয়ে দূর্বৃত্তরা খুব নিকট থেকে মাথায় গুলি করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় পায়ে গুলি লেগে আহত হন শিক্ষক শিতল। সাথে সাথে পুলিশ, র‌্যাবসহ আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খরব পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে। তবে প্রাথমিকভাবে এ হত্যাকান্ডের কারণ জানা যায় নি। পারিবারিকসুত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে গত ৫/৬ বছর পূর্বে দেশে ফেরেন মিলন। দেশে এসে ফুলতলা বাজারে ব্যবসা বানিজ্য শুরু করেন এবং এক পর্যায়ে আলকা গ্রামে বাড়ি করে বসবাস করতে থাকেন। এর মধ্যে মিলন সখ্যতা গড়ে তোলেন ফুলতলা এলাকার একটি চরমপন্থী দলের সাথে। গত ২০২১ সালে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি পদে নির্বাচনও করে চতুর্থ হন নিহত মিলন। এছাড়াও খেয়াঘাট ইজারা, বিদেশে কর্মী পাঠানো ও চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। উল্লেখ্য, সম্প্রতি ভৈরব নদে বালি খনন কাজের ইজারা ও ঘাট ইজারার দৌড়ঝাপ নিয়ে বিভিন্ন পক্ষের সাথে সে দ্বন্দে জড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও থানায় মামলার প্রস্তুতি চলছিল। পুলিশ এ হত্যাকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি।