আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে হামাস বাহিনী নজিরবিহীন রকেট হামলা চালিয়েছে। শনিবার ভোরে হামাস যোদ্ধাদা ঝটিকা হামলা চালায়। আক্রমণে ইসরায়েলের একজন মেয়রসহ নিহত হয়েছে ১৪৫ জন এবং আহত হয়েছে ১১২০। এ তথ্য জানিয়েছে পার্সটুডে। হামাস সূত্রে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুঁড়েছে। হামাস নেতারা এই যুদ্ধের নাম দিয়েছেন ‘অপারেশন আল-আকসা স্টর্ম’। তবে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বলেছে, রকেটের সংখ্যা ২ হাজার ২০০ এর বেশি হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজা উপত্যকায় হামাস অবস্থানের উপর হামলা শুরু করেছে। মেডিকেল সূত্রে বলা হয়েছে, তাতে ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৬১০ জন আহত হয়েছেন। আইডিএফ তাদের যুদ্ধের নাম দিয়েছে ‘অপারেশন আয়রন শোর্ডস’।