Home জাতীয় ফুলতলায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

ফুলতলায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

44

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ গত ৩১ মার্চ প্রকাশ্য দিবালোকে কলেজ ক্যাম্পাসে ঢুকে বহিরাগত মাদকাসক্তদের ছুরিকাঘাতে ফুলতলা এম এম কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স পড়ুয়া ছাত্র সৈয়দ আলিফ রোহানকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তি কার্যকরের দাবিতে রবিবার বেলা ১১ টায় ফুলতলা এম এম কলেজের সম্মুখে যশোর খুলনা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রবিণ শিক্ষাবিদ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ আবুল বাশার, নিহতের চাচা মোঃ জাহিরুল ইসলাম, চাচাতো ভাই শেখ মুজাহিদুল ইসলাম, গৃহ শিক্ষক শেখ মিরাজুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সেলিম মহলদার, অভিভাবক সদস্য এম এম মোনায়েম, লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন খাঁন, ফিরোজা আক্তার বানু, গাজী মামুনুর রশিদ, ফুটলাল দত্ত, প্রভাষক চিরা চ্যাটার্জী, প্রদ্যুৎ কুমার রুদ্র, সাবেক ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অধ্যক্ষর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, প্রবিণ শিÿাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, গর্ভনিং বডির সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মো¯Íাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, অভিভাবক সদস্য এম এম মোনায়েম ও লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য সেলিম মহলদার, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান প্রমুখ। সভায় কলেজের একটি মাত্র গেট কার্যকর, সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরা আওতাভুক্ত, ছাত্রছাত্রীদের পরিচয়পত্র নিশ্চিতকরণ ও ইউনিফর্ম পরে আসা বাধ্যতামুলক করা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।