Home জাতীয় ফুলতলায় কোভিড- ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লি উদ্যোক্তাদের মাঝে ৬৭ লক্ষ টাকার...

ফুলতলায় কোভিড- ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লি উদ্যোক্তাদের মাঝে ৬৭ লক্ষ টাকার প্রণোদনা ঋণ বিতরণ

26

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও ফুলতলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার পল্লী উন্নয়ন হলরুমে কোভিড- ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক একেএম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউসিসি এর চেয়ারম্যান মিয়া মনিরুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অত্র কোভিড- ১৯ প্রণোদনা ঋণের আওতায় ৩৪ জন নারী পুরুষ পল্লী উদ্যোক্তাদের মাঝে সর্বমোট ৬৭ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। পল্লী উদ্যোক্তাদের মধ্যে রয়েছে গরুর খামার, ফার্ণিচার, টেইলারিং, মুরগীর খামার, গার্মেন্টস, হোটেল, মৎস্য চাষ প্রভৃতি। উল্লেখ্য, ফুলতলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের স্ব-উদ্যোগে অত্র ঋণের টাকা মন্ত্রণালয় থেকে আনার ব্যবস্থা করা হয়।