Home সারাদেশ ফুলতলায় কৃষি ব্যাংকে ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম; সাবেক তিন কর্মকর্তাকে চার কোটি...

ফুলতলায় কৃষি ব্যাংকে ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম; সাবেক তিন কর্মকর্তাকে চার কোটি টাকা জরিমানা

27

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখায় কর্মরত ও বরখাস্ত সাবেক ৩ কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বমোট ৪ কোটি জরিমানা ধার্য করেছে কর্তৃপক্ষ। গত ২১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, সৈয়দ হাসমত আলী গত ১৪ জুন ২০০৬ খ্রিঃ তারিখ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখার পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তৎকালীণ সময়ের ২ মেয়াদে শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন কে.এম জাকারিয়া ১৪ জুন ২০০৬ থেকে ০৪ অক্টোবর ২০১২ ইং তারিখ পর্যন্ত ও মোঃ আজিজুর রহমান ০৭ অক্টোবর ২০১২ থেকে ১৪ জুলাই ২০১৪ ইং তারিখ পর্যন্ত। তন্মধ্যে সৈয়দ হাসমত আলী দৌলতপুর শাখায় কর্মরত থাকা অবস্থায় দূর্নীতি দমন কমিশনের মামলায় সাময়িক বরখাস্ত হন এবং গত ০৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখে মৃত্যুবরণ করেন। মোঃ আজিজুর রহমান খুলনা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক থাকা অবস্থায় অবসরে যান এবং কে.এম জাকারিয়া প্রধান কার্যালয়ের ক্রেডিট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক থাকা অবস্থায় অবসরে যান। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে জানা যায়, তারা ফুলতলা শাখায় থাকা অবস্থায় ২ হাজার ৬’শ ৫৭ জন গ্রাহককে প্রায় ১৫ কোটি টাকার ঋণ বিতরণ করেন এবং ব্যাপক অনিয়মের সাথে জড়িত ছিলেন। যার মধ্যে ৫ কোটি ৪৩ লক্ষ টাকার ঋণকে ভূয়া ঋণ হিসেবে চিহ্নিত করে কর্তৃপক্ষ। উল্লেখিত অনিয়মের ভিত্তিতে তাদের নামে বিভাগীয় শৃংঙ্খলাজনিত ৫০/১৬-১৭ নং মামলা রজু হয়। তথ্য উপাত্তের ভিত্তিতে আনীত অভিযাগেসমূহ প্রমাণিত হওয়ায় সৈয়দ হাসমত আলীকে ২ কোটি এবং মোঃ আজিজুর রহমান ও কে.এম জাকারিয়াকে ১ কোটি টাকা করে মোট ৪ কোটি টাকা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখায় প্রমাণিত ভূয়া ঋণ হিসাবের সাথে সমন্বয় করার নির্দেশ প্রদান করা হয়। যদি তাদের অবসরোত্তর সুবিধাদি হতে ধার্যকৃত টাকার কর্তন শেষ না হয় তাহলে অবশিষ্ট অনাদায়ী টাকা অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে ১৯১৩ সালের সরকারি দাবি আদায় আইনের বিধান অনুযায়ী আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হবে।