Home স্বাস্থ্য নাটোরের বাগাতিপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

33

তিতাস, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ৪দিন ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে শিশুকে ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানোর মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) খাজা ফেরদৌস, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম সহ প্রমুখ।
উপজেলায় ১২৪টি কেন্দ্রের মাধ্যমে মোট ১৬ হাজার ৬৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫০০০ হাজার জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।