Home জাতীয় ফুলতলায় কলেজছাত্র হত্যাকান্ডের আসামী সাব্বির ৪ দিনের রিমান্ডে, ধরাছোঁয়ার বাইরে ছাত্রলীগের সাবেক...

ফুলতলায় কলেজছাত্র হত্যাকান্ডের আসামী সাব্বির ৪ দিনের রিমান্ডে, ধরাছোঁয়ার বাইরে ছাত্রলীগের সাবেক ২ নেতা

57

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকান্ডের মামলার ২ নং এজাহারভুক্ত আসামী সাব্বির ফারাজী’র ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। এদিকে ধরাছোঁয়ার বাইরে রয়েছে মামলার এজাহারভুক্ত আসামী ফুলতলা এম এম কলেজের ছাত্রলীগের বহিষ্কৃত সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শান্ত গাজী ও ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হাসনাত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৪ আসামীর মধ্যে দীপ্ত সাহা ও তাসিন মোড়ল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। গতকাল রবিবার আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সাব্বির ফারাজী’র ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায়। তার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্যখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন।