Home কৃষি ফরিদপুর কৃষি প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠান

ফরিদপুর কৃষি প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠান

29

ফরিদপুর(পাবনা) প্রতিনিধি: বুধবার ফরিদপুর উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোপেষ চন্দ্র সরকার, হাসান আলী বিএসসি, তাসলিমা করিম। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আল ইমরান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমাজ সেবা অফিসার এমামুল হক। অনুষ্ঠান শেষে স্টল মালিক এবং কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইউএনও মোছা. শিরিন সুলতানা বলেন, কৃষকদেরকে সমবায় ভিত্তিতে জমিচাষ, রোপন এবং বপন করতে হবে। যাতে করে উন্নত প্রযুক্তির মাধ্যমে জমিগুলো চাষ করে অল্প খরচে অধিক ফসল উৎপাদন করা যায়। ছোট ছোট জমিতে আইল থাকায় এসব উন্নতি প্রযুক্তির মেশিনগুলো ব্যবহারে সমস্যা হয়। তাই তিনি সমবায় ভিত্তিতে কৃষকদের চাষাবাদ করার জন্য আহবান জানান।