Home স্বাস্থ্য ফরিদপুরে নরমাল ডেলিভারী বৃদ্ধির ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরে নরমাল ডেলিভারী বৃদ্ধির ক্যাম্পেইন অনুষ্ঠিত

107

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: বুধবার পাবনার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া কমিউনিটি ক্লিনিকে ডেঙ্গি সচেতনতা, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারী বৃদ্ধির লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুনজুর রহমান উল্লেখিত রোগ সম্পর্কে উপস্থিত ৭০ জন মায়েদের সচেতন করেন। তিনি বলেন, ডেঙ্গি একটি মরণব্যাধি এডিস মশার কামড়ে এ রোগ হয়ে থাকে। বাড়ির আঙ্গিনায় মশা যাতে না জন্মাতে পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। জরায়ু-মুখ ক্যান্সার ৩০ বছর এর বেশি নারীদেরই সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ নম্বর কক্ষে নিয়মিত ভাবে বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া গর্ভবতী মায়েদের মাতৃপুষ্টি, মাতৃস্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারী করার জন্য তিনি তাদেরকে উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিক এবং ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ভাবে নরমাল ডেলিভারী করানো হচ্ছে। গর্ভবর্তী মায়েদেরকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসার জন্য ডা: মুনজুর রহমান অনুরোধ করেন।