Home সারাদেশ ফরিদপুর(পাবনা) ভূমিহীন-গৃহহীনদেরমাঝে ঘর বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলন

ফরিদপুর(পাবনা) ভূমিহীন-গৃহহীনদেরমাঝে ঘর বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলন

38

ফরিদপুর(পাবনা) প্রতিনিধিঃ আগামীকাল বুধবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ফরিদপুর উপজেলার ৫৫ টি ভুমিহীন –গ্রহহীন পরিবারকে জমি সহ গ্রহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানা বিষয়টি উপস্থাপন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন গোলাপ , ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাফিজ সহ উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বলেন,চতুর্থ পর্যায়ে এ উপজেলায় ১৬৮ টি ঘরের নির্মাণ কাজ চলছে। ৫৫ টি ঘর আগামী কাল মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদেও মাঝে বরাদ্দ দেবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এর ৫৫ টি ঘর স্বচ্ছতার সাথে খোজ খবর নিয়ে দেওয়া হয়েছে। তবু ও যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তার বরাদ্দ বাতিল করা হবে।