Home সাহিত্য ও বিনোদন প্রশ্নবিদ্ধ পুরুষতন্ত্রের ছবি

প্রশ্নবিদ্ধ পুরুষতন্ত্রের ছবি

61

ডেস্ক রিপোর্ট: ‘আমি যে ভাষায় কথা বলি, ত্রিপুরা ভাষায়, “পুরুষ” বলে সেখানে কোনো শব্দ নেই। “চালাবি” বলে কাছাকাছি একটি শব্দ আছে, যার অর্থ “পুরুষের মতো শক্তিশালী নারীরা”। একজন শিল্পী হিসেবে আমার এ দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে এবং বদলে গেছে সামাজিক-সাংস্কৃতিক কারণে। আমাদের এ দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করা জরুরি।’ কথাগুলো পাহাড়ি শিল্পী জয়দেব রোয়াজার। আধুনিক এই সময়ে সমাজে পুরুষতন্ত্রের ভূমিকা ও পুরুষতন্ত্রের দিকে নানাবিধ প্রশ্ন ছুড়ে দেওয়া একগুচ্ছ আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘কেউ যেন আমাদের সহিংসতার ফল ভেবে ভুল না করে’। এম থ্রি: ‘পুরুষ, পুং, পুংলিঙ্গ’ শীর্ষক আঞ্চলিক প্রকল্পের অংশ হিসেবে যৌথভাবে এ আয়োজন করেছে গ্যোটে ইনস্টিটিউট বাংলাদেশ ও দৃক পিকচার লাইব্রেরি। প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর দিলারা বেগম জলি। উপস্থিত ছিলেন গ্যোটে ইনস্টিটিউটের পরিচালক কিরস্টেন হাকেনব্রোক, আলোকচিত্রী শহিদুল আলম, শিল্পী জয়দেব রোয়াজা, আশফিকা রহমান প্রমুখ।

‘কেউ যেন আমাদের সহিংসতার ফল ভেবে ভুল না করে’ একটি ভ্রাম্যমাণ আন্তর্জাতিক প্রদর্শনী যা সমাজে তৈরি হওয়া লিঙ্গভিত্তিক সহিংসতা এবং পুরুষতান্ত্রিক আগ্রাসনের ঝুঁকিপূর্ণ রূপকে তুলে ধরেছে। সমাজে পুরুষের যে প্রত্যাশিত এবং বিচ্ছিন্ন উপস্থাপনা, প্রদর্শনীতে একে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আর উৎসাহিত করা হয়েছে পারিবারিক ও সমষ্টিগতভাবে লিঙ্গভিত্তিক সমন্বয়ে।

প্রদর্শনীতে দেখা যাবে ‘রিডিম’ শিরোনামে আশফিকা রহমানের কাজ, সোহিল ভাটিয়ার ‘মাই হোম’ (আ সেলিব্রেশন অব ফাইভ ডেজ): আ পারফরম্যান্স অব ফাইভ ডেজ’, রেণুকা রাজীবের ‘ফ্যামজ্যাম একসার্প্ট’, সন্দীপ কুরিয়াকোসের ‘লেটারস টু মাই ফাদার’, অনুরাগ মাইনাস ভার্মার ‘দলিত ম্যাসকুলিনিটি’ এবং জাভেদ সুলতানের ‘কিনশিপ’। আয়োজনটির বাছাই-বিন্যাস করেছেন বিদিশা ফ্যাদেশচা।

প্রদর্শনী ঘিরে রয়েছে অনলাইন ও অফলাইন প্যানেল আলোচনা, শিশুদের কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম। মূলত বাংলাদেশে লিঙ্গভিত্তিক আলোচনায় পুরুষতন্ত্র প্রসঙ্গে বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর আলোচনার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকেরা।

প্রদর্শনীটি চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী ঘুরে আসা যাবে।
প্রথমআলো