Home শিক্ষা ও ক্যাম্পাস সিনেট নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ইশতেহার ঘোষণা

সিনেট নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ইশতেহার ঘোষণা

129

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‍‍বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ‍‍ ইশতেহার ঘোষণা করেছে।

বুধবার (১১অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার লাউঞ্জে তারা এ ইশতেহার প্রকাশ করে। এসময় ১৪টি ইশতেহার ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় পরিচালনায় ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী সিনেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি ও স্ট্যাটিউট প্রণয়নকারী কর্তৃপক্ষ।সিনেটের মাধ্যমে বার্ষিক বাজেট ও রিপোর্ট অনুমোদন এবং প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ সচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ,একটি বিশেষায়িত সিনেট ভবন নির্মান করা,উক্ত ভবনে সিনেটবৃন্দের জন্য একটি ওয়ার্কিং স্পেস তৈরি করা যেখানে সিনেটবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনেরা মতবিনিময় করতে পারেন। প্রতিবছর বার্ষিক সিনেট সভায় ‘সেরা গবেষক’ পুরুস্কারের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সকল বিধি-বিধান অনুসরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একাডেমিক এবং বায়োডাইভার্সিটি মাল্টার প্ল্যান প্রণয়নের জন্য উদ্যোগ গ্রহণ, একুশ শতকের পরিবর্তনশীল চাহিদা এবং শিক্ষার গুনগত মান বাড়ানোর লক্ষ্যে আধুনিক কোর্স কারিকুলাম প্রণয়ন ও বর্তমান
পরীক্ষা পদ্ধতির মানোন্নয়নের জন্য নীতিমালার প্রয়োজনীয় সংস্কারের করার উদ্যোগ গ্রহণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, স্মার্ট ক্লাসরুম, স্মার্ট ক্যাম্পাস তৈরি, শিক্ষা-গবেষণার আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, পরীক্ষা অফিা ও হিসাবাধক্ষ্য অফিস-এর নামে পর্যায়ক্রমে সকল অভিস/বিভাগ/ইনস্টিটিউট-এ ডি-নথি ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে পেপারলেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ; শিক্ষা ও গবেষণার প্রণোদনা বৃদ্ধির জন্য নীতিমালা প্রদান সাপেক্ষে তহবিল গঠন (ইতোমধ্যে ৫০ লক্ষ টাকার তহবিল গঠনে উদ্যোগ নেওয়া হয়েছে) এবং শিক্ষা সহায়তা ও উপকরণ ভাতা ৩০০০/- থেকে ৫০০০/-এ উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ, সম্ভব স্বল্পতম সময়ে অস্থায়ী শিক্ষকগণের চাকুরী স্থায়ীকরণ এবং যেসব বিভাগে শিক্ষক পদের স্বল্পতা রয়েছে সেসব বিভাগে জরুরি ভিত্তিতে পদ সৃষ্টির উদ্যোগ গ্রহণ, শিক্ষকবৃন্দের সকল পদে পদোন্নতির জন্য নির্ধারিত সময়সীমার বিষয়টি আবেদনের তারিখ থেকে কার্যকর করার উদ্যোগ গ্রহণ, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বৈশ্বিক মানদও নিশ্চিত করা; শিক্ষকগণের গবেষণাকর্মে উৎসাহিত করার লক্ষ্যে বর্তমান গবেষণা ভাতা বৃদ্ধিকরণ এবং মানসম্পন্ন জার্নালে লেখা প্রকাশ ও বিদেশে অনুষ্ঠাতা সেমিনারে অংশগ্রহণের জন্য আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ; উচ্চশিক্ষায় ৭ বছর শিক্ষা ছুটিকালীন (৫ বছর সবেতন ৩২ বছর বিনাবেতন) বিরতিহীনভাবে সময় সমন্বয় করার উদ্যোগ গ্রহন। সময়সীমার মধ্যে শিক্ষকগণ পিএইচডি সম্পন্ন করে পোস্ট ডক্টরাল স্টাডির সুযোগ অবারিত রাখার উদ্যোগ গ্রহণ; সম্মানিত শিক্ষকগণের মধ্যে এককালীন শিক্ষা উপকরণ (ল্যাপটপ এবং মানসম্পন্ন আসবাবপত্র) নিয়ে ব্যক্তিগত অফিস কক্ষ সজ্জিতকরণ করার উদ্যোগ গ্রহণ বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক নবীন শিক্ষকগণের উচ্চশিক্ষার জন্য বঙ্গবন্ধু ওভারসিজ ফেলোশিপ এবং আহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফেলোশিপ’ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ; এবং স্নাতক পর্যায়ে বিদেশী শিক্ষার্থী থাকার বিষয়টি বিশ্বব্যাংকিং এর জন্য ইতিবাচক বিষায় বিদেশি শিক্ষার্থী বৃদ্ধির উদ্যোগ গ্রহণ
প্রয়োজনে আলাদা বিদেশি শিক্ষার্থী সেল বা দপ্তর খোলা।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ও বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন ‍‍জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম‍‍ প্যানেল ঘোষণা করেছে।