Home জাতীয় নবনির্মিত ‘তথ্য কমিশন ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নবনির্মিত ‘তথ্য কমিশন ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

34

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ১৩ তলা বিশিষ্ট তথ্য কমিশন ভবন উদ্বোধন করেছেন।ভবন উদ্বোধন অনুষ্ঠানে তথ্য কমিশন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, সাবেক তিন প্রধান তথ্য কমিশনার, দুই তথ্য কমিশনার এবং কমিশন সচিব জুবাইদা নাসরীনসহ আমন্ত্রিত অতিথিগণ।
২০০৯ সালে তথ্য কমিশন গঠনের পর অস্থায়ী অফিসেই কমিশনের কার্যক্রম পরিচালিত হয়।২০১০সালে প্রধানমন্ত্রী তথ্য কমিশনের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেন এবং আগারগাঁও প্রশাসনিক এলাকায় শূন্যদশমিক ৩৫একর জমি বরাদ্দ দেন।২৪ এপ্রিল, ২০১৯ তারিখে ৭৫কোটি ৪লাখ ৫৮হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে তথ্যকমিশন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ শুরু হয়।২০২২ সালের ৩০জুন ৭১কোটি ৬৭লাখ ৯হাজার টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন ভবনটি নির্মাণ করা হয়।
নবনির্মিত তথ্যকমিশন ভবনটিতে রয়েছে ৭হাজার ৮৬৬ দশমিক ৪০বর্গমিটার ফ্লোর স্পেস, এজলাস কক্ষ, ৩০০আসন বিশিষ্ট শীতাতপ অডিটোরিয়াম, ট্রেনিং ইনস্টিটিউট, প্রশিক্ষণার্থীদের অবস্থানের জন্য ডরমেটরি, বনায়ন স্পেস, আধুনিক ফায়ার প্রটেকশন সুবিধা, ১৩স্টপ প্যাসেঞ্জার লিফ্ট, ৩স্টপ কারলিফ্ট, কারপার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম, ১২৫০কেভিএ সাবস্টেশন ও৪০০কেভিএ জেনারেটর, নিজস্ব পাম্প হাউজ এবং ডিপ টিউবওয়েল, ডিজিটাল লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য প্রযুক্তি গত সুবিধা।
ভবনটি নির্মাণের ফলে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করণে তথ্যকমিশন সুন্দর ও মনোরম কর্ম পরিবেশে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারবে।