ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুরে ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ কালশী ফ্লইওভার যান চলাচলের জন্য উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে কালশী বালুর মাঠে নাগরিক সমাবেশে ফলক উন্মোচন করেন।
এই সড়ক ও ফ্লাইওভার হয়ে মাত্র ১৫ মিনিটে বিমানবন্দর থেকে মিরপুর যাওয়া যাবে।ঢাকা উত্তর সিটি করপোরেশন ( ডিএনসিসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন) প্রায় ১,০১২ কোটি টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
চারলেন বিশিষ্ট প্রধান ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস যাবে। দুই লেন বিশিষ্ট র্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম, উত্তর সিটি মেয়র মো: আতিকুল ইসলাম, সমবায় প্রতিমন্ত্রী স্বকপন ভট্টাচার্য, সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দীন আহমেদ,মো: ইলিয়াস উদ্দিন মোল্লা, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।