বিশেষ প্রতিনিধি, ব্যাংকক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে থাইলান্ডের ব্যাংকক ডন মুয়াং আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয়দিনের সফরে থাইল্যান্ড গয়েছেন।
বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান ও ১৯ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়।
প্রধানমন্ত্রী এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল ১০টা ১৩ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
২৪-২৯ এপ্রিল এই ছয়দিন সফরে থাকাকালিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক করবেন।এবং জািতসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম বৈঠকে যোগ দিবেন।