Home জাতীয় প্রত্যক্ষ কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখা হয়নি

প্রত্যক্ষ কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখা হয়নি

34

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ যুব ইউনিয়নের বক্তারা বলেছেন, ২০২১-২০২২ অর্থ বছরের ঘোষিত বাজেটে করোনা অতিমারি ও স্বাভাবিক কর্মসংস্থান সংকট নিরসনে বাস্তবতা নেই। আজ শনিবার বিকালে পলটন মোড়ে বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজ আদনান রিয়াদ। বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরী জোসেন প্রমুখ।
বাংলাদেশ যুব ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন, প্রবৃদ্ধির আসক্তিতে মত্ত সরকার কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। যেকোন প্রক্রিয়ায় প্রবৃদ্ধির সুচক সংখ্যা পুরণে সরকারের যে প্রচেষ্টা, তা নিছক ব্যর্থতাকে আড়ালের কৌশল মাত্র।
কর্মসংস্থানমুখী বাজেটের দাবিতে দেশব্যাপী যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচির অংশ হিসেবে আজ ঢাকায় পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।