Home শিক্ষা ও ক্যাম্পাস প্রচন্ড শীতের মধ্যেও চলছে “তরী”র নিয়মিত ক্লাস

প্রচন্ড শীতের মধ্যেও চলছে “তরী”র নিয়মিত ক্লাস

158

বোরহান উদ্দীন রব্বানী, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামজিক বিজ্ঞান অনুষদের সামনে বিকেলের দিকে দেখা মিলে একদল তরুণ স্বপ্নবাজ শিক্ষার্থীরা ছোট ছোট বাচ্চাদের পড়ালেখা করাচ্ছে।

মুলত তরী নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই কার্যক্রম পরিচালনা করে থাকেন।
এই সংগঠন সুবিধা বঞ্চিত শিশুদের, বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাচ্চাদের পড়াশোনা করায়।
এই সংগঠনে যারা শিক্ষকতা করায় তারাও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

এমন প্রচন্ড শীতের মাঝে তাদের কার্যক্রম অব্যহত রয়েছে। ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরাও তাদের আনন্দ উচ্ছাসের সহিত পড়াশোনা করছে। বাচ্চাদের পড়াশোনা করার সময় অনেক অভিভাবককেও দেখা যায় বাচ্চাদের জন্য অপেক্ষা করতে। একজন অভিভাবককে যুগবার্তার প্রতিনিধি, এমন শীতের মাঝেও বাচ্চাকে আনার কারণ জানতে চাইলে, তিনি জানান, তাদের এই শিক্ষা কার্যক্রমে আমাদের বাচ্চাদের অনেক উপকার হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি তারা নতুন নতুন কিছু শিখছে। তাই আমরা শীতকে উপেক্ষা করে বাচ্চাদের এখানে আনতেছি।