Home সারাদেশ পাসপোর্ট যাত্রীর কাছে পাওয়া গেলো ৮০ লাখ টাকার সোনা

পাসপোর্ট যাত্রীর কাছে পাওয়া গেলো ৮০ লাখ টাকার সোনা

27

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ টি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। সোমবার (৭ নভেম্বর) সকালে ভারতে যাওয়ার সময় যাত্রীকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৪৬)। তিনি বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

বেনাপোল কাস্টম হাউজ শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেন। পরে সোনা পাচারকারী পাসপোর্ট যাত্রী সিদ্দিকুরকে পাসপোর্টের সব কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের আগে তাকে আটক করা হয়। তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় নয়টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার বাজার মূল্য ৮০ লাখ টাকা। আটক সোনা পাচারকারীকে মামলা দিয়ে সোনার বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।