Home জাতীয় পাবনার ফরিদপুর উপজেলায় লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

পাবনার ফরিদপুর উপজেলায় লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

139

পাবনা (ফরিদপুর)প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলায় সর্বাত্বক লকডাউন ও বিধি নিষেধ বাস্তবায়নে ৬ষ্ঠদিনে মাঠে ছিলেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি।আজ পৌর মেয়র জনাব খ.ম.কামরুজ্জামান মাজেদ ও তার সহধর্মিনী সহ সর্বমোট ১৪ জন করোনা শনাক্ত হয়েছে।উপজেলায় ৯১ জন করোনা রোগী শনাক্ত হল। সংক্রামন রোধে ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য কাঁচাবাজার ফরিদপুর মুক্তমঞ্চের সামনে ফাঁকা জায়গায় স্থানান্তরিত করা হয়। বিধি নিষেধ বাস্তবায়নে ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা.জেসমীন আরা ওবিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো.মহিদুল হক,সেনাবাহিনী ,বিজিবি ওপুলিশ যৌথভাবে উপজেলার বিভিন্ন বাজারে মুদি দোকান ও কাঁচাবাজার মাস্ক ও সামাজিক দুরুত্ব মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করেন।উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা কারনে বাইরে ঘুরাঘুরি ও মাস্ক না পড়ায় ৫ টি মামলায় ১১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ।