Home সারাদেশ পাবনার ফরিদপুরে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণায় মতবিনিময়

পাবনার ফরিদপুরে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণায় মতবিনিময়

89

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ১২ জুলাই বুধবার ফরিদপুর উপজেলায় মুজিবশতবর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনে ফরিদপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার নিমিত্তে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন গোলাপ, পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম কুদ্দুস ও নাছরিন পারভীন মুক্তি, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মুঞ্জুর রহমান, সরকারি মোহাম্মদ ইয়াছি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব হোসেন, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, শিক্ষা অফিসার, প্রেস ক্লাবের সভাপতি, যুব উন্নয়ন কর্মকর্তা, অফিসার ইন-চার্জ, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আশ্রয়ণ প্রকল্পে সর্বমোট ২৫২ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার সভাকে জানান। এক্ষণে এ উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমিহীন-গৃহহীন না থাকায় যৌথ মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা ফরিদপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার পক্ষে মতামত প্রদান করেন। তদপ্রেক্ষিতে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার প্রস্তাব জেলা টাস্কফোর্স কমিটিতে প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।