Home জাতীয় পঞ্চগড়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

পঞ্চগড়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

44

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় পুস্পস্তবক অর্পণ করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান এমপি। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনাসহ বঙ্গবন্ধু পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা পুরস্কার এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীতে পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিক নেতা, গনমাধ্যমকর্মী, জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী-শিক্ষক গণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।