Home সারাদেশ পঞ্চগড়ে পরিবেশ বাদী সংগঠন বাপা’র‌্যালী ও আলোচনা সভা

পঞ্চগড়ে পরিবেশ বাদী সংগঠন বাপা’র‌্যালী ও আলোচনা সভা

38

নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড়: পরিবেশ সবুজের, জীবন আনন্দের, আনন্দ উদযাপনে পরিচ্ছন্নপ রিবেশগড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র পঞ্চগড় আঞ্চলিক শাখার সম্মেলন অনুষ্ঠিতহয়েছে। সম্মেলন উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে পঞ্চগড় জেলা পরিষদ কার্য্যালয় থেকে র‌্যালি বের করেন সংগঠনের সদস্যরা। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলাপরিষদ কার্যালয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় বাপা’র পঞ্চগড় শাখার আহ্ব্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খয়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলগীরকবির, আমন্ত্রিতঅতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য নাজমুলহক প্রধান, বিশেষঅতিথি সদর উপজেলা চেয়ারম্যানআমিরুলইসলাম, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সংগঠনের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ বক্তব্য রাখেন । এ সময় আলোচক হিসেবে বাপা’র সদস্য সরকার হায়দারএবং সম্মেলনপ্রস্তুত কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে পরিবেশ নিয়ে কাজ করছেন এমন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদানকরা হয়। পরিবেশ বন্ধু হিসেবে তেঁতুলিয়ার মাহমুদুল ইসলাম মামুন, পরিবেশ বন্ধু সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদানকরা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাপা গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে ২১ সদস্যদের একটি নির্বাহী কমিটি গঠিত হয়। উক্ত নির্বাহী কমিটি স্বল্প সময়ের মধ্যেই সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য নির্বাচিত করবেন।।