Home রাজনীতি পঞ্চগড়ের মাড়েয়া আউলিয়া ঘাটে নৌকা ডুবিতে নিহতদের পরিবারের পাশে সিপিবি

পঞ্চগড়ের মাড়েয়া আউলিয়া ঘাটে নৌকা ডুবিতে নিহতদের পরিবারের পাশে সিপিবি

29

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নেতৃবৃন্দ আজ পঞ্চগড়ের বোদায় মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটের নৌকাডুবিতে নিহতের পরিবারের সাথে দেখা করেন। গত ২৫ সেপ্টেম্বর মাড়েয়া আউলিয়া ঘাটে হিন্দু ধর্মাবলম্বীরা মহালয়া উপলক্ষে করতোয়া নদী পার হয়ে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল শতাধিক পুণ্যার্থী। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার পারাপারের সময় নৌকাডুবিতে অর্ধশতাধিক মানুষ মারা যায়। আজ সিপিবির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আশরাফুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাকোয়া শালডাঙ্গা মাড়েয়া ইউনিয়নের ৭০টি পরিবারের বাড়ি বাড়ি যান এবং নিহতদের পরিবারের সাথে কথা বলেন ও সমাবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন প্রতি বছর দুর্গাপূজার সময় হিন্দু ধর্মাবলম্বীদের এই আনুষ্ঠানিকতা চলে এবং শত শত মানুষ এ নদী পার হয়ে এ অনুষ্ঠানে যোগদান করে কিন্তু এখানে এই সকল মানুষের নির্বিঘেœ পার হওয়ার কোনো ব্যবস্থা সরকার করেনি।
এই যে নৌকা ডুবিতে মানুষের মৃত্যু এটা সরকারের নির্লিপ্ত এবং অবহেলাজনিত একটি হত্যাকা-। এ মৃত্যুর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এবং যাতে পরবর্তীতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে তার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান। নেতৃবৃন্দ দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং এই অবহেলাজনিত দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। আজ পঞ্চগড় জেলা সিপিবির পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে সামান্য অনুদান তুলে দেয়া হয়। নেতৃবৃন্দ জলেশ্বরের নিহত পার্টি কমরেড ও অন্যান্যদের পরিবারের সাথে কিছু সময় কাটান এবং সেখানের ৭০ টি পরিবারের মধ্যে অনুদান বিতরণ করেন। এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সিপিবির হরেন্দ্র নাথ বর্মন, হাসান আলি, জহিরুল শেখ প্রমুখ নেতৃবৃন্দ।