Home রাজনীতি নয়াপল্টনসহ আশপাশ এলাকায় বিএনপির ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি

নয়াপল্টনসহ আশপাশ এলাকায় বিএনপির ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি

57

স্টাফ রিপোটার: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ আজ।

সমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২ টায়। তবে সকাল থেকেই ঢাকা মহানগর সহ-বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে সমবেত হচ্ছেন। ইতিমধ্যে কর্মী উপস্থিতি ফকিরাপুল বিজয়নগর, কাকরাইল এলাকা ছাড়িয়েছে। ১২টার পর থেকেই পল্টন, কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর এলাকায় বন্ধ রয়েছে গাড়ি চলাচল।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে এই সমাবেশ শেষ হওয়ার কথা রয়েছে বিকেল ৫ টায়। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর মোড়ে মোড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন ও সাদা পোশাকে সতর্ক অবস্থানে রয়েছে।