Home জাতীয় ন্যায়নীতি মেনে সমাজের জন্যে যা ভালো তাই করি–মোংলায় উপমন্ত্রী

ন্যায়নীতি মেনে সমাজের জন্যে যা ভালো তাই করি–মোংলায় উপমন্ত্রী

47

মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা-রামপালের মানুষের প্রতি ভালোভাসা ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ন্যায়-নীতি বুঝি, সমাজ বুঝি, তাই সমাজের জন্যে যা ভালো তাই করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সেবা করার যে দায়িত্ব দিয়েছেন তা পালনে অঙ্গীকারবদ্ধ। আপনাদের ভালোবাসা কোনদিন ভুলতে পারবো না। ২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মাঠে দরিদ্র পরিবার, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আর্থিক সহায়তা ও ত্রান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, শিক্ষাবিদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা মোঃ নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে টিআর-কাবিটার তিনশো প্রকল্পের ডিও, দেড়শো মানুষের মাঝে দুই বান করে তিনশো বান্ডিল টিন, ৬০জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল, দশজন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পল্লী সঞ্চয় ব্যাংক’র পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, মহিলা বিষয়ক কর্মর্কতার দপ্তর থেকে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী এবং সমাজসেবা অধিদপ্তরেরপক্ষ থেকে ভাতা বই বিতরণ করা হয়।