Home রাজনীতি নৌকায় চমক দেখাতে চান কাউন্সিলর রতন

নৌকায় চমক দেখাতে চান কাউন্সিলর রতন

169

ভোটে পরিবর্তনের ‘হাওয়া’ ঢাকা-৮ আসনে

স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকী প্রায় ৫ মাস। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা। নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি বছরের নভেম্বরে। তবে এরইমধ্যে ভোটের হাওয়া বইতে শুরু করেছে দেশজুড়ে। আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চায়। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ঢাকার ২০টির মধ্যে ২ টি আসন মহাজোটকে ছাড় দেয় আওয়ামী লীগ। এরমধ্যে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) এবং ঢাকা-৮ (রমনা-মতিঝিল-পল্টন)। ঢাকা-৮ আসনের বর্তমান এমপি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তবে টানা তিনবারের এমপি মেননের স্থলে এ আসনে এবার দলীয় প্রার্থী দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এরইমধ্যে ঢাকা-৮ আসনে এমপি হতে নানা ধরনের উন্নয়নমূল কাজের পাশাপাশি এলাকার ভোটারদের মনজয়ে মাঠে নেমেছেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফরিদ উদ্দিন আহম্মদ রতন।
ঢাকা মহানগরীর রমনা, মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও শাহবাগ থানা নিয়ে ঢাকা-৮ আসন গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত এসব থানার ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড এ আসনের অর্ন্তভূক্ত। এখানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সীমানা পুনর্নিধারণের পর ২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে বিএনপি প্রার্থী হাবিব উন নবী খান সোহেলকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা-৮ আসনের মধ্যে দেশের রাজনীতির সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালত এবং ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল অবস্থিত। এমন একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকায় দীর্ঘ দিন দলীয় এমপি না থাকলেও এবার হাইকমান্ড তৃণমূল আওয়ামী লীগের মতামতকে গুরুত্ব দিয়ে একজন আর্দশবান ও কর্মঠ শেখ হাসিনার পরীক্ষিত কর্মীকে ‘নৌকা’ মনোনয়ন দেবে বলে আশা করছেন অনেক নেতাকর্মীই। এমন প্রত্যাশা নিয়ে রাশেদ খান মেননের প্রতিপক্ষ হিসেবে মনোনয়ন দৌড়ে নেমেছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন। তিনি দাবি করেন, মশা নিধনের জন্য সবগুলো অপশন কাজে লাগিয়ে ২০নং ওয়ার্ডকে শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একইসঙ্গে মশা নিধনে প্রতিটি বাসা-বাড়িতে জনসচেতনামূলক প্রচার-প্রচারণা চালানো এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় আমরা শতভাগ সফল হয়েছি। তিনি বলেন, ইচ্ছে করলে সবই সম্ভব। আমাদের জানতে হবে কোথায় ঘাটতি আছে। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তিনি বলেন, ঈদের পরপরই প্রতিটি বাড়ির আঙিনায় কোরবানির বর্জ্য শতভাগ পরিষ্কার করেছি। টানা বারি বৃষ্টিতে রাস্তায় জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য রাস্তা ও নর্দমার মধ্যে দাড়িঁয়ে থেকে কাজ করেছি। এলাকাবাসিকে আরো বেশি সেবা দিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চান এই কাউন্সিলর। ঢাকা-৮ আসনে নোয়াখালীর ভোটার সংখ্যা বেশি। ফরিদ উদ্দিন আহম্মদ রতনের পৈতিক বাড়ি নোয়াখালী হওয়ায় এই অঞ্চলের ভোটাররা নি:সন্দেহে তাকেই বেছে নেবেন বলে জানান তিনি। এখানে দলীয় প্রার্থী এমপি হলে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলও আরো অনেক বেশি শক্তিশালী হবে বলে জানিয়েছেন সরকার দলীয় অনেক নেতাকর্মী।