Home জাতীয় নেত্রকোনায় ছাত্রী মুক্তি বর্মণ হত্যার বিচারের দাবিতে জাতীয় আইনজীবী পরিষদের মানববন্ধন

নেত্রকোনায় ছাত্রী মুক্তি বর্মণ হত্যার বিচারের দাবিতে জাতীয় আইনজীবী পরিষদের মানববন্ধন

24

স্টাফ রিপোটার: নেত্রকোনায় দশম শ্রেণীর ছাত্রী মুক্তি বর্মণ হত্যার বিচারের দাবিতে আজ ২৩ মে মঙ্গলবার, বেলা ১২ টায়, ঢাকা আইনজীবী সমিতির (নতুন ভবন) সামনে জাতীয় আইনজীবী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ঢাকা বারের সাবেক সহ-সভাপতি এড. পরিমল কুমার বিশ্বাস; এড. মুহিবুর রহমান মিহির, এড. মোহাম্মদ সেলিম, এড. নিলাঞ্জনা রিফাত সুরভী, এড. শ্রাবনী গুহ জয়া, এড. আবু হানিফ, এড. জয়া রানী দাস, এড. বিপ্লব দাস, এড. শাপলা বড়ুয়া, এড. খোরশেদ আলম, সাজ্জাদ হোসেন, শরফদ্দিন সোহেল, টুটুল সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মুক্তি বর্মনের খুনী গ্রেফতার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান। তারা বলেন, খুনীকে গ্রেফতারই যথেষ্ট নয়। মামলার সঠিক তদন্ত করা, আলামত সংর¶ণ, দ্রুত চার্জশীট প্রদান এবং দ্রুত ট্রাইবুনালে বিচার কর্যক্রম করার দাবি জানান।