Home রাজনীতি নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে দেশব্যাপি জাসদের লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে দেশব্যাপি জাসদের লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

51

ডেস্ক রিপোর্ট: আজ ২২ আগস্ট সোমবার অপরাহ্নে জ্বালানি তেল, খাদ্য দ্রব্য, নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবি আদায় এবং জাসদের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে দেশব্যাপি লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ সময় উপস্থিত ছিলেন, জাসদ সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ- সম্পাদক দিলরুবা আলিয়া সুলতানা লিমা, জাসদ ঢাকা মহানগর পুর্বে সহ সভাপতি মাহাবুবুর রহমান, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হাসান ননী, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, শাহ মোঃ ছোরায়েদ সাদী প্রমুখ।
এ সময়ে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, খাদ্য-জ্বালানী-সারের মূল্যবৃদ্ধি ও দুর্নীতি-লুটপাট-দলবাজী-আমলাতন্ত্র-গুন্ডাতন্ত্র রুখে দেয়ার পাশাপাশি স্বাধীনতা-বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্রও ঠেকাতে হবে। তিনি বলেন, জাসদ কর্মীদের দল, জাসদ জনতার দল, জনগণের কন্ঠস্বর। হাজার হাজার শহীদ, লক্ষ লক্ষ নেতা-কর্মীদের রক্তঘাম- শ্রমে গড়া জাসদ আজকে ৫০ বছরে উপনীত। নেতা-কর্মীদের জেল-জুলুম-নির্যাতন, হত্যার পরও জাসদ কারো কাছে মাথা নত করেনি, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক অপশক্তির সাথে আপোষ করেনি।