Home সারাদেশ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়ক কর্মশালা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়ক কর্মশালা

25

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জামালপুরে গণমাধ্যম ও সাংবাদিকদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালাটি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘের ডিটিআরসি রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘের (ইউএন) আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক অপূর্ব চক্রবর্তী।

ইউএনএফপিএ’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন্নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল, ইউএনএফপিএ’র জামালপুর প্রতিনিধি আতাহার আলী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সহসভাপতি বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক পিবিএ’র স্টাফ রিপোর্টার কবি রাজন্য রুহানি, সহসম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন,দৈনিক বণিক বার্তার সাংবাদিক মো. মাসুদ রানা প্রমুখ।

কর্মশালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্ষতিকর সামাজিক নিয়মনীতি ও বিভিন্ন প্রথার ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম ও সাংবাদিকের করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেন বক্তারা।