Home কুটনৈতিক ও প্রবাস নাটোরে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় ভারতীয় প্রতিনিধিদল

নাটোরে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় ভারতীয় প্রতিনিধিদল

41

বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিচ্ছে ৪২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল। রোববার দুপুরে ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র চ্যান্সেলর এবং ফ্রেন্ডস্ অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট সত্যম রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা নাটোরের রাণীভবানী রাজবাড়িতে আসেন এবং শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চণায় অংশগ্রহন করেন।
ভারতের ত্রিপুরা ও পশ্চিম বঙ্গ রাজ্য থেকে আগত প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী (কারাগার) রাম প্রসাদ পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,সংসদ সদস্য আব্দুল কুদ্দুস,শরিফুল ইসলাম শিমুল এমপি,শহিদুল ইসলাম বকুল এমপি, রত্না আহমেদ এমপি ।